মানুষের মুখোস পরা ,মেকি মানুষ আর ভাললাগে না ,
মুখে মধু ,অন্তরে বিষ ,যেন এক অপূর্ব ছলনা !
শাক দিয়ে মাছ ঢেকে ,করে প্রতারণা ,
মিথ্যার আশ্রয় নেয় ,আর ভাললাগে না !
মিথ্যার আশ্রয় নিয়ে কাজ করে হাসিল ,
মনুষ্যের নামে শুধু এক আস্ত ফসিল !
মানুষ রূপে শয়তান করে আনাগোনা ,
ছদ্মবেশী মানুষ আর ভাললাগে না !
ভালবাসা ,ভাললাগার করে অভিনয় ,
মানুষের ছদ্মবেশে জানোয়ার রয় !
প্রতারিত ,প্রতারণা , যেন অভিনব ছলনা ,
ভেকধারী প্রতারক আর ভাললাগে না !
মানুষ নামে মুখোস পরে কত বহুরূপী থাকে ,
বাহিরে মানুষ ,তার ভেতরে শয়তান জাগে !
এইরূপ মানুষ কত শত ,নেইকো তুলনা ,
ছল,চাতুরীতে ভোলায় কত ,নেই তার গননা !
কার্য্যসিদ্ধি  হইলেই ,করে পলায়ন ,
এইরূপ অকার্য্য ,কূ-কির্ত্তী ,কত ঘটে অঘটন !
মানুষের সঙ্গে রয় ,মানুষ চেনে না ,
মিথ্যা নেকামী আর ভাললাগে না !
মনমধ্যে শয়তানী আর বাহিরে নেকামী ,
সুন্দর অভিনয় ,সবে ভাবে বোকামী !
মুর্খের মুর্খামী আর ললনার ছলনা ,
বুঝেও না বোঝা আর ভাললাগে না !
ভেতরেতে ছুরি শানে  আর মুখেতে শান্তনা ,
যত সব মেকি মানুষ আর ভাললাগে না


              **********
রাত্রি- ৮:৩০মিঃ ,ডেবরা ,
৩০ /০৭ /২০১৭ , রবিবার !