শোন বন্ধু শোন আমার করুণ কাহিনী ,
আমি এক ছন্নছাড়া আরব বেদুইন ।
আমার নেই কোন ঘর- বাড়ী, বিষয় ,আশ্রয় ,
ঘুরে বেড়াই দেশ বিদেশ ,নেই কোন ভয় ।
না ছিল বিষয় ,না ছিল আশ্রয় ,বৈভব ,ভিটে,মাটি ,
ছিল শুধু রাজা ,রানী ,ভাল্লুক ,বাঁদর দু'টি ।
হেথায় ,হোথায় ,দেশে  দেশে খেলা দেখাই ঘুরে ঘুরে ,
কে জানে কোথায় কখন অজানা সুদুর গ্রামে বহুদূরে ।
কোন কিছু না ছিল মোর শুধু ছিল লোটা ,থালা,বাটি কম্বল ,
আর ছিল বাঁদর ,ভাল্লুকের খেলা দেখানোর পোষাক মাত্র সম্বল ।
আরে দেখে যা দেখে যারে ভাই  ভাল্লুক বাঁদরের খেলা ,
বাঁদর কেমন রুটি বানায় ,ভাল্লুক নাচ দেখায় কেমন মেলা ।
ফুলকুমারী ,রাজকুমারের নাচ দেখে যা দেখে যা ,
  মন ,প্রাণ ,ঝুলি ভর্তি ,আনন্দ ,হাসি নিয়ে যা ।


               ****************
সন্ধ্যা ৬:৩০ মিনিট ,
২৫/০২/২০১৭ শনিবার ।
লালগড় (নিজ বাড়ী )