ক- রোনার ভয় সদা ,
খা-বার না খাও যথা তথা ।
গা -ড়ী ঘোড়া বন্ধ সবই   ,
ঘ-রেতে থাক সদাই ।
ভা-ঙ ভাইরাসের আক্রমণ ,
তবেই হবে সুস্থ জীবন ।


চ-ল নাক মুখ ঢেকে ,
ছু-টি স্কুল কলেজ সবে ।
জ-ল খাও বেশী করে ,
ঝা-ড় মোছ সবাই ঘরে ।
ব্যা-ঞ্জ-ন জলে রাঁধবে ধুয়ে ,
ভাইরাস সব পালাবে ভয়ে ।


টা -কা  পয়সা নেই  গরীবের ,
ঠে-লা ঠেলি বিনে পয়সায় রেশনের ।
ডা-ক্তার নার্স ব্যাস্ত তাই ,
ঢে-কে রাখে তারা সর্বাঙ্গ টাই ।
কার-'ণ' শুধু করোনা ভাইরাস ,
তাই সবার মনে জাগে ত্রাস ।


তা -বড় দেশেও নাভিশ্বাস ,
থ-মথমে দেশ জাগে ত্রাস ।
দ -ল মত ধর্ম নির্বিশেষ ,
ধা-ক্বা সামলাতে হচ্ছে নিঃশেষ ।
না-ক মুখ ঢেকে সামাজিকদূরত্ব মেনে চল ,
সংক্রমণকে এড়িয়ে চলা ভালো ।
                                        চলবে..........
  ****************
দুপুর -১২ :১৫ মিনিট ।
০৮ / ০৯ / ২০২০ মঙ্গলবার ।
কেরানিটোলা = মেদিনীপুর ।