বিকেল =৪:.১৫ মিনিট ,                           ০২/০৬/২০১৬বৃহস্পতিবার
ডেবরা -মেদিনীপুর ।


অর্পিতা -দীপ্তি রায়
অর্পিতা নাম তোর কোথা হ'তে এলি  ,
মোর হেথা এসে এবে উপনীত হ'লি ?
কিবা নাম ,কোথা ধাম ,কাহার দুহিতা ,
চঞ্চলা হরিণী সম ,কেবা তোর পিতা ?
কিবা তব গোত্র ,বর্ন ,কেবা  পিতা - মাতা
কিবা হেতু উপনীত হয়েছিস হেথা ?


সূচী হাস্য ,নববাস ,গলে গোড়মালা ,
কোথা হ'তে আসিয়াছ ,কার তুই বালা ?
হরিণী নয়না সমা , সুচারু দশনা ,
গলে স্বর্ন হার দোলে ,হাতেতে কঙ্কনা ।
কানপাশা ,মানতাসা ,কবরী সাজানো ,
ললাটে চন্দন আঁকা , ঠোঁট দুটি রাঙানো ।
এলোচুলে কবরী বাঁধা , কিবা তার শোভা ,
সিঁথিতে সিনদুর লেখা ,লালচেলী পরিবৃতা ,কোটী মনলোভা ।


আসিয়াছ মোর দ্বারে ,কাহার বনিতা ,
অর্পন করেছো নিজে ,কি হেতু ' অর্পিতা '
' অরি ' দমন করে সে যে  নাম ' অরিন্দম ' ,
ফিরিয়া আসিল যথা মঙ্গল ভবন ।
বরণ করিয়া তারে তুলিলেন জননী ,
উলুধ্বনী দেয় এয়োগন ,বাজে শঙ্খধ্বনী ।
বরণ করিয়া তারে জননী তখন ,
কহিলেন , তোমায় এক উপহার দানিব এখন ।
প্রদানিয়া উপহার কহিলেন জননী ,
সর্বদা রক্ষিও এরে  সুখে ,দুঃখে ,তুমি ।
আশীষ বারি ঢেলো প্রভু দোঁহা শিরো 'পরে ,
অন্তরীক্ষ হ'তে প্রভু রক্ষিও দোঁহাকারে  ।


  🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹