ভোরের পাখী মধুরসুরে কি যে গায় গান ,
সেই সুরে সুরে ভরে যায় তনু মন প্রাণ ।
মনের পেয়ালা ভরে উজাড়ি সে সুখ ,
আনন্দে পাখী গায় গান না হয় বৈমুখ ।
কুহু কেকা কাকলীতে ভরে ভোরের  সময়  ,
না ছাড়ে নীড় পাখী গায় গান হয়ে তন্ময় ।
পূব দিগন্ত রঙে রাঙায় ভোরের দিবাকর ,
ফুলবনে মধু খেতে উড়ে আসে মধুকর ।
প্রভাতে অরুণ রাগে পুলকিত  ধরণী ,
পাখী গানে মুখরিত মুর্চ্ছনায়  দিনমণি ।
আবেগে আবেশে তনু শীতল জলে ,
পুলকিত আলোকিত বনবিথী তলে ।
যত সব শতদল ঢল ঢল পুকুরের জলে ,
তারি'পরে ভ্রমর ভ্রমরী উড়ে মধু খাবে বলে ।
মধুর সূরে সুরে বাজে পিয়ানোর টুঙটাঙ সুর ,
প্রভাতে ভৈরবী রাগ ভালোলাগে কি যে সুমধুর ।
দীঘির জলে কেলি করে হংস মিথুন  ,
রাগ বিলাবল বাজে আহা কি করুণ  ।


      *****************
সকাল -৯ :০০ টা !
১৫ /০৩ / ২২ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !