চৈত্রের শেষে বৈশাখ আসে
          নবীন আসে নবীন মাসে ।
মুছবে মলিন এলো সুদিন
               এই ভেবে সবে আছি বসে ।


আবার এলো চিন্তার ভাঁজ  
          করিতে না পারে সবে সুস্থে কাজ ।
একি এলো আবার সন্ত্রাস
             দ্বিতীয় স্ট্রেন ঢাকছে সমাজ ।


দিয়ে আনন্দ উৎসব জলাঞ্জলী
              একা একা সবে পথ চলি   ।
মনে সদা জাগে কি হয় কি হয় বলি
                     বুকের ভীতর চোরাগলি ।


এর সংক্রমণ তার মরণ
             এই খবর শুনি সারাক্ষণ ।
কি করে  হবে অতিমারী নিয়ন্ত্রণ
                 সবার মনে সদাই চিন্তন ।


নেই কোন সুসংবাদ
            শুধু সারাক্ষণ দুঃসংবাদ ।
ভয়ে ভয়ে সবে কূপোকাৎ
              কার কপালে কখন ঘটে প্রমাদ ।


কাটবে এবছর ভালোয় ভালোয়
                    আর না রবে  করোনার ভয়  ।
নূতন করে আবার এলো সংশয়
                      থেকোনাকো কেউ নির্ভয় ।


ফের পূর্বের বাধা নিষেধ ,
              মেনে চলো সবিশেষ ।
কবে হবে করোনা মুক্ত দেশ
               ভয়ের আর রবেনা রেশ ।


মিলে মিশে থাকবে সবে
                ভয় ভাবনা দূর হবে ।
একসাথে হাঁটবে চলবে
                  একসাথে থাকবে সবে ।


সংক্রমণ সন্ত্রাস থাকবেনা আর
                    মৃত্যু ভয় রবেনা কার ।
হবে সংক্রমণ মুক্ত দেশ আবার
                   সবাই আবার হবে সবার ।


হে ঈশ্বর তুমি রক্ষ সবে
               আর কিছু করার নেই এবে ।
তুমি প্রভু সবারে রক্ষিবে
                  বিপদে প্রভু এসো ভবার্নবে ।


    ************************
সকাল-  ৮:২৮ মিনিট।
১৬ /০৪ /২১ শুক্রবার।
রবীন্দ্রনগর =মেদিনীপুর।