আষাঢ়ে তুমি বৃষ্টি এসো ঝরঝরিয়ে ,
দগ্ধ দহন শীতল করে দাও জুড়িয়ে ¡
মেঘলা দিন ,মেঘলা আকাশ ,শীতল সমীরণ ,
চাষের কাজে লাঙল করে ,চাষীরা সবজন ,¡


মেঘলা দিন ,হয় বর্ষন ,রুইছে আমন ধান ,
চাষী ভাই আর বৌ ঝিয়েরা দিয়েছে চাষে মন ¡
সবুজ মাঠে ,কাদা জলে ,রুইছে সবে ধান ,
মাঝে মাঝে অঝোর ঝরে হয় যে বরিষণ ¡


চাঁচের ঘঙ আর ছাতা মাথায় কৃষক-কৃষাণী ,
তুলছে চারা ,রুইছে ধান ,মাঠের যত জমি ¡
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে ,ঝাপসা গাছ পালা ,
জমির মাটি হয়েছে নরম ,তুলছেতারা চারা ¡


লাঙল দিয়ে চযছে জমি যত কৃষক ভাই ,
আনন্দেতে রুইছে জমি ,সুখের সীমা নাই ¡
সন্ধেবেলা স্নান সেরে ,বৃষ্টি ভেজা ঘাসে ,
গরু ,লাঙল নিয়ে তারা বাড়ী পানে আসে ¡


সাঁঝের বেলা  ঐ শোনা যায় ঝিঁঝিঁ পোকার ডাক ,
গাছের ফাঁকে জ্বালছে আলো জোনাকিদের ঝাঁক ¡
খালে বিলে  জল থৈ থৈ ,ভেকের ঘ্যাঙর ঘ্যাঙ ,
পুকুর ঘাটে ,বিলের জলে ,লাফায়  ল্যাঠা চ্যাঙ ¡


বাগদিনীরা জাল কাঁধেতে যায় ধরতে মাছ ,
জাল  দিয়ে ধরবে তারা ট্যাঙরা ,পুঁটি ,আজ ¡
বৃষ্টি যখন ঝাঁপিয়ে আসে নদীর আঙিনায় ,
ভেজা কাপড় ,এলো চুলে বাড়ীর পানে ধায় ,¡


বৃষ্টি পড়ে আষা়ঢ়েতে ,নদীতে ভরা জল ,
ভিজছে চাষী ,ভিজছে নগর ,ভিজছে জনপথ ¡
শীতল হল নগর শহর ,শীতল হল জীবন ,
দেশবাসীরা শীতল সবে ,আনন্দিত মন ¡


              *********
দূপুর -১:০৫ মিনিট ,
০২/০৭/২০১৮ সোমবার ,
      ডেবরা ¡