আকাশের বুক চিরে বিজলি  চমকায় ,
গুড়গুড় ডাকে মেঘ গুরুগুরু  গর্জায়  ।
আষাঢ়েতে নেমে এলো ঘন বরষা ,
খাল বিল জলে ভরে ,চাষী পায় ভরসা  ।
কৃষ্ণ বর্ন মেঘ ভাসে ,ঘনিয়ে আঁধার ,
পেখম তুলে শিখি গন নৃত্যে অধীর ।
গুল্ম ,বৃক্ষ ,লতা আদি ফিরে পেল প্রাণ ,
বিরাম বিহীন উত্তাপের হলো অবসান ।
গ্রাম ,নগর ,ফিরে পায় জীবনের ছন্দ ,
গরমেতে হাঁশফাঁশ ঘুচে গেল দ্বন্দ্ব  ।
শীতল বাতাস বয় জুড়ায় শরীর ,
পথে ঘাটে বৃষ্টির জল বয় ধীর ধীর ।
উতপ্ত ধরনীর মাটি হয়েছে শীতল ,
গ্রামে ,নগরে ,আসে সস্তির ঢল ।
গাছের পাতায়  ধরে সবুজের রঙ ,
পাখীরা কুজন করে কত রঙ বেরঙ ।
লাঙল কাঁধে চাষী ভাই চাষে যায় মাঠে ,
ভাটিয়ালী গায় মাঝি বসে খেয়া ঘাটে ।
পথে পথে শোনা যায় বাউলের গান ,
ভেজা মাটির সোঁদা গন্ধে ভরে উঠে প্রাণ ।


       🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


বিকেল e-৪:১২মিনিট ,
২২/ ০৬ /২০১৯ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।