দুই হাজার কুড়ির মার্চ ,
অজানা রোগের প্রাদুর্ভাব ।
রোগ এলো অচেনা ,
নাম তার করোনা  ।
প্রথম ওয়েব এলো দেশে ,
প্রাণ হারায় কত লোক শেষে ।
ভয়ে সবে সন্ত্রস্ত সংক্রমণে আতঙ্ক ,
কিভাবে থকলে সবে হবে রোগমুক্ত  ।
সংক্রমণে ভোরলো দেশ ,
মরলো বহু ভূগলো অশেষ ।
পুনঃ এলো দ্বীতিয় ওয়েব করোনা ,
মানুষ ভোগে অশেষ যণ্ত্রনা ,
ঘরবন্দী রইলো মানুষ বাইরে যেতে মানা ।
নেই আনন্দ উৎসব থেমে গেলো যতসব ,
ফের এলো তৃতীয় ঢেউ হলো সবে নিরব ।
রোগ নিরাময়ের পথ নেই জানা ,
সংক্রমিত হয় মানুষ নাম তার করোনা ।
বহু গবেষণা প্রচেষ্টার পরে ,
করোনার ভ্যাকসিন বেরলোরে !
দুটি ডোজ ভ্যাকসিন পাচ্ছে সবাই ,
মৃত্যুর ভয় ভাবনা কোমল রে ভাই !
পুনরায় এলো "ওমিক্রন ,
ভয় ভাবনা নেই তেমন !
মানুষ হারিয়ে মন মানসিক রোগগ্রস্ত ,
কবে হবে পৃথিবী করোনা রোগ মুক্ত !
  
    *****************
সন্ধ্যা -৭: ২৬ মিনিট !
0৯ /১২ /২১ বৃহস্পতিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !