নাচছে হাতি নাচছে ঘোড়া ,
নাচছে বুড়ো নাচছে ছোঁড়া ।
রাজপুত্রের বিয়ে ,
টোপর মাথায় দিয়ে ।
পালকী করে এসে ,
ছাদনা তলায় বসে ।
বরযাত্রী কত ,
যাবে কয়েক শত ।
বরকর্তা রাজামশাই ,
সঙ্গে মোসাহেবও যায় ।
বাদ্যি বাজে বাজে সানাই ,
কত শত জ্বলে রোশনাই ।
দুলকী চালে চলছে সবাই ,
বাজে মৃদঙ্গ বাজে সানাই ।
বাজে শঙ্খ উলুধ্বনী ,
পাল্কীতে যায় যত রমণী ।
বিয়ে হলে শেষে -
    ফিরে রাজার দেশে ,
রাজবধূকে করল বরন -
        রাজমাতা এসে ,
শঙ্খ বাজে উলুধ্বনী -
দিচ্ছে যত এয়োরানী ।
বধূ এলো রাজপুরীতে ,
মাতে সবে আনন্দেতে ।


************
সন্ধ্যা - ৬:১০ মিনিট ।
২১ / ০৮ /২০২০ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।