স্বৈরাচারী পিশাচ তারাই
করছে যারা বিশ্বগ্রাস ,
ধর তাদের শক্ত হাতে
নইলে বিশ্বে জাগবে ত্রাস ।
বাইরে তারা যাবে নাকো
গৃহে না করবে শান্তিতে বাস ,
মারো ল্যাং জোরে ধরো
মিটাও তাদের শকুনের আশ ।
বাজেট বাজেট সরগোল
বাজেটে নাই গণ্ডগোল ,
কোথায় কার কি রোল
মাথায় না ঢোকে সব গণ্ডগোল ।
বাজেটে কাদের লভ্যংশ
সাধারণ লোকের নাই অংশ ,
ভাগ্যবানের বোঝা ভগবান বয়
কপালে যা লেখা থাকে তাই হয় ।
পুঁজিবাদদের কপাল ভাল
জনগন তাকিয়ে রইলো ,
এইতো দেশের হাল চাল
প্রগতির পথে বানচাল ।