শরতের আগমনের সঙ্গে সঙ্গে মায়ের আগমনীর সুর  ধ্বনিত হতে থাকে আকাশে  বাতাসে ,
আকাশে শুভ্র  মেঘের আনাগোনা ।
সাদা মেঘের ভেলায় ভাসে শরৎরানীর  সোনালী রোদের কিরণ , প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ।  
মনের দরজায় কড়ানাড়ে  পূজার আনন্দ  বারতা,
জানলায় উঁকি দেয় শরতের মিঠে রোদ্দুর ।
বনে বনে জেগে উঠে  শিউলি , শেফালী , চাঁপা ,
মাধবী , মালতি , বেলা , যুঁই ও যুথিকা ,
মৌমাছি খোঁজ নিয়ে যায় দূইবেলা  ।
গাছে  গাছে নবীন কিশলয় উঁকি দেয় শরতের আগমনে , হিমেল বারতা আনে সমীরণ ।
অদ্ভুত এক অনাবিল স্নিগ্ধতায় মন মাতানো
পরিবেশ ভুবন ভরে ।
ধরিত্রী সাজে অপরূপা সাজে , মাঠে মাঠে সোনালী ধানের ক্ষেত , স্থানে স্থানে কাশফুল আনন্দে মাথা দুলিয়ে বলে "আনন্দময়ীর আগমনে , আনন্দে গিয়েছে  দেশ ছেয়ে ....."॥
নদী কুলুকুলু শব্দে বয়ে চলে ছন্দে তালে , পাখিরা গান গায় গাছে গাছে ।
দোয়েল , কয়েল , শীষ দিয়ে বলে গাছে গাছে " মা আসছেন .... " ।
বীরেন্দ্র কৃষ্ণের গলায় প্রতিধ্বনিত হতে থাকে চণ্ডীপাঠ আকাশে বাতাসে "তুমি মা মহামায়া , তুমি ত্রিগুণাতৃকা । তুমি রজ গুণে ব্রহ্মার গৃহিণী বারদেবী , শত গুণে  বিষ্ণুর পত্নী লক্ষ্মী , তম গুণে শিবের বনিতা পার্বতী ......."
গেয়ে  উঠে শিল্পীর কণ্ঠে আগমনী "বাজলো তোমার আলোর বেনু , মাতলো  যে  ভুবন ...." মাতৃ দেবীর আরাধনায় মগ্ন ভারতী ।
জাগো জাগো মা মৃন্ময়ী  চিন্ময়ী রূপে জাগো  , জাগো মা জননী মহামায়া আনন্দময়ী জগন্মাতা ।


    🌾🌿🌷🌾🌿🌷🌾🌿🌷🌾🌿🌷🌾🌿


রাত্রি--৮ :১৫ মিনিট ॥
২৫ /০৯ /২০১৯ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।