বলরে বৃষ্টি তোর ধর্ম কি  ?
তোকে তো সব স্থানেতেই  দেখি !
তুই  কখনও পড়িস মসজিদের 'পরে ,
কখন আবার  মন্দিরের উপরে ¡
আবার গির্জার উপরে পড়িস ঝরঝরিয়ে ,
কখনো বা চার্চের উপর ঝরে দিস ধূইয়ে ¡
গাছ পালাকে দিস যেরে তুই স্নান করিয়ে ,
গুল্ম লতার পিপাসা মেটাস ঝরঝরিয়ে ¡


বলনারে জল তোর ধর্ম কি  ?
ইমামেরও মেটাস পিপাসা ,
পিপাসায় নিবারণ করিস পূজারির তৃষা ¡
কত নাম তোর ,কত নামে ডাকে তোরে কত লোকে -
কেউ বলে জল ,কেউ বলে পানি ,কেউ ওয়াটার ,
কত নামে ডাকে ,তোর নামের কত বাহার ¡


ফুল এবার বল তোর ধর্ম কি ?
ঠাকুরের গলাতে শোভা পাস ,পূজোতে,শুভ অনুষ্ঠানেতেও যাস ,
কবরের উপরেও থাকিস ,শব দেহও সাজাস ¡


তোমার ধর্ম কি সূর্য ?
তুমি আলোকিত কর ভূ-মন্ডল ,
সৃষ্টির মূলে  তুমি সারাক্ষন -
তুমি ছাড়া সৃষ্টি-স্থিতি লয় হোত অনুক্ষন ¡


মাটি  তোর ধর্ম কি ?
তোর 'পরে কবর দেয় মুসলিম ,
হিন্দুদের মৃতদেহ তোরসাথে বিলীন ¡
আবার মৃৎশিল্পী তোকে দিয়ে -
কত শত পুতূল প্রতিমা গড়ে ¡


তুমি স্বর্গে না বেহেস্তে থাক ?
তোমার ধর্ম কি ? কেউ বলে খোদা-আল্লা ,
কেউ বলে গড ,কেউ ডাকে ঈশ্বর -
আবার কেউ পরমেশ্বর ¡


হে মানব !তুমি উত্তর দেবে তোমার ধর্ম কি ?
ধর্ম ,জাতি ,বর্ন ,দূরে রেখে সর্বাগ্রে মানুষ ,
কারণ সবচেয়ে বড় ধর্ম একটাই "মানবতা " ¡


                **********
সকাল -৯:৫০ মিনিট ,
০৭ /০৫ /২০১৮ সোমবার ,
            ডেবরা ¡