কাঁচা বাঁশের তৈরী খাঁচা ,
মনটুয়া পাখী বাঁধে বাসা ।
ঘুন ধরবে যেদিন কাঁচা বাঁশে ,
বাঁশের খাঁচা যাবে খসে  ।


বাঁশের খাঁচায় বাসা বাঁধে ,
বাস করে পাখী মনের সাধে ।
ঘুন ধরলে খাঁচায় যেরে ,
খাঁচা ছেড়ে পাখী যাবে উড়ে ।


কাঁচা বাঁশের ঘেরা খাঁচা ,
মনটুয়া পাখী থাকে তাজা ।
তাকে কতই না করলাম যতন ,
ক্ষীর ,সর, ননী ,খাওয়ালাম মনের মতন ।


বেইমান পাখী গেল উড়ে ,
আমায় গেল ফাঁকি দিয়ে ।
পাখী ধরা দেয়না আসেনা ফিরে ,
পোষ মানেনা যতই যতন কর তারে ।


পাখী নড়ে চড়ে কথা কয়না ,
বুঝিনা তার কিযে বায়না ।
পাখী করি যতন পোষ না মানায় ,
পাখী ফাঁকি দিয়ে কখন যে পালায় ।


      *****************


বিকেল -৪:০৪ মিনিট ,
১১/০৬/২০১৯ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।