বন্দনা করি মাতা-পিতার যুগল শ্রীচরণ ,
বিশ্বের  দেখিলাম আলো তাঁদের কারণ ¡
বর্ননা করিতে নারি তাঁদের ভালবাসা ,স্নেহ ¡
বক্ষ মাঝারে তাঁদের মূরতি অহরহ ¡


বিয়োগ তাঁদের আর সহিতে পারি নারে ,
বজ্র সম শেল বুকে  বিঁধে বারে বারে ¡


বলগো আর কোথায় তাঁদের পাই ,
বায়ু ,স্থল ,নভোনীলে খুঁজিয়া বেড়াই ¡
বাবা-মা মোর জীবনের জীবনাদর্শ  ,
বিপদে পড়িলে যাঁরা দিতেন পরামর্শ ¡


বন্ধু তুমি বলে দাও পথের নিশানা ,
বিপথে যাই যদি দিও গো ঠিকাণা ¡
বসে আছি জীবনের অতীতকে ভুলে ,
বলিলে অতীত কথা ভাসি আঁখি লোরে ¡


বিজনে বসিয়া আমি সদা ভাবি মনে ,
বিপিনে আরাধনা করি যুগল দরশনে ¡
বিরলে  বিজনে তাই ভাবি মনে মনে  ,
বন্ধু মোর জনক -জননী ,আরাধ্যা জীবনে ¡


বিবেকে জিঙ্গাসা আমি করি বারে বার ,
বিচক্ষণ তাঁদের মত কেউ কি আছে আর  ?
বিবৃতি না দিতে নারি ,মোর শ্রেষ্ঠ দেবতার ,
বল ,বুদ্ধি  ,যাহা কিছু তাঁদের দয়ার ¡


বাঞ্ছামোর  কল্পতরু তাঁরা দুজনেই ,
বক্ষস্থলে প্রতিষ্ঠিত করেছি যুগলকেই ¡
বিধাতা বুঝিবা তাহা সহিতে  না পারে ,  
বোবা ,বধির ,সম আমি,তাঁদের নিল কেড়ে ¡



               ***********
বেলা- ১১:৫০ মিনিট ,
০৬ /০৫ /২০১৮ রবিবার !
           ডেবরা !


( মা বাবার প্রতি শ্রদ্ধা জানান মন্তব্য দিয়ে )