প্রভাত বেলায় ঘুমের ঘোরে শুনি পাখীর
                         কিচির মিচির ডাক ,
ডেকে ডেকে বলছে তারা প্রভাত হলো
                        জাগরে সবাই জাগ ।


জেগে দেখি পূব আকাশে  সূয্যি মারে উঁকি ,
                   বলছে সবে জেগে পড় নাইকো আর রাতি ।
ঘুমিয়ে আর অলস হয়ে থেকোনা আর শুয়ে,
                সময় থাকতে কাজে লাগো থেকোনা অলস হয়ে ।
অলস হয়ে আয়াস করা সাজেনা  কাহার ,
                          কিচির মিচির পাখীরা চলে সংগ্রহে আহার ।
তুমিতো মনুষ্য প্রাণী বুদ্ধির সেরা ,
                         সব প্রাণীর সেরা কর্ম করার তরে ।


অলস আয়াস হবে যত,হবে অলস বুদ্ধি ,
                           পারবেনাকো বৃহৎ কাজে বাড়াতে সম্বৃদ্ধি ।
ঝাড় অলস উঠে পড়ো হবে অলস মেজাজ ,      
                       সব কাজেতে হবে সফল পারবে সকল কাজ ।
সব প্রাণির শ্রেষ্ঠ প্রাণী তুমি স্বাভাবিক মানুষ ,
                         তবে কেন পারবেনা সব নেই কি তোমার হুঁশ  ?
হাত পা থকতে অলস হয়ে থাকবে কেন বসে ,
                         ওঠো এবার জাগো এবার বাঁধো কোমর  কসে  ।
জেগে ওঠো কোমর বাঁধ চলো যে যার কাজে ,
                           আর কতক্ষণ ঘুমোবে সবে আরামে শয্যামাঝে ?
    
        ****************************
সন্ধ্যা - ৬ :00 টা ।
0৪/ 0৪/২১ রবিবার ।
রবীন্দ্রনগর =মেদিনীপুর  ।