বন্ধু তুমি বন্ধু থেকো বন্ধু হয়েই এসো ,
বন্ধু হয়ে মনের মতো তবেই ভালোবেসো ।
বন্ধু তুমি পাশে থেকো ভালোবেসো পাশে থেকো ,
বিপদে সম্পদে সদাই পাশে পাশেই থেকো ।
যদি সত্যিকারের বন্ধু তুমি হয়েই পাশে থেকো ,
অসময়ে বিপদের দিনে বন্ধু বলে মনে রেখো ।
সুসময়ে সুখের বন্ধু  তারা ঘোরে পিছে পিছে ,
অসময়ের সময়ে এড়িয়ে পালায় দূরে  সে ।
সত্যিকারের বন্ধু যে স্বার্থ ছাড়াই থাকে সাথে ,
সুখের সময় বন্ধু যেজন অসময়ে না  চেনে তাকে ।
আসল বন্ধু চেনা যায় যে থাকে সুখে দুঃখের সময় ,
বন্ধুভিনয় করে যারা তারা ছেড়ে পালায় অসময় ।
সুসময়ের বন্ধু যারা তাদের চেনার নেই উপায়  ,
দুঃসময়ের বন্ধু যে জন  চিনতে পারে যায় ।
সুখের বন্ধু সেজন হয় সুখের দিনেই আপন ,
অসময় সুসময়ের বন্ধু তারা থাকে সারাজীবন ।
জহুরী জহর চেনে রতনে চেনে রতন ,
বিবাহে বন্ধু হয় রাজযোটক মিল যখন ।


❤♣❤♣❤♣❤♣❤♣❤♣❤♣
রাত্রি = ৯ :৩০ মিনিট ।
১৫ /০৯/ ২২ বৃহস্পতিবার ।
কোলকাতা ।