বঙ্গের বধূ মুখে হাসি শুধু ,
বুকে তার সুধার ভান্ড মনে ভরা মধু ।


ভালোবাসায় ভরা মন সদা সর্বক্ষণ ,
পরকে সোহাগে করে নেয় সে আপন ।


সে যে বাংলার নারী বঙ্গ ঝিয়ারী ,
বুকে তার সুধার ভান্ড মনেতে মাধুরী ।


বিছায়ে স্নেহের আঁচল আঁকে চুম্বন শতদল ,
নেয় সে কোলে তুলে মুছায়ে চোখের জল ।


তার মিষ্টি কথা শুনে দুঃখ কষ্ট যায় ভুলে  ,
ভালোবেসে আদর করে নেয় সে কোলে তুলে ।


শ্রদ্ধা ভক্তি ভালোবাসার  অটুট বন্ধন  ,
হেন কোন শক্তি নাই করে তা ' খন্ডন ।


মাতৃত্বের পরাকাষ্ঠা সে যে বঙ্গ নারী  ,
স্নেহ ভক্তি ভলোবাসা ভুলিতে কি পারি  !


সেই তো জায়া জননী নন্দিনী ভগিনী  ,
সেই তো বাংলার বধূ  আরাধ্যা জননী  ।


************************
সকাল - ৮ :৫৫  মিনিট ।
১৬ /০৫ /২২ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।