যদি জন্ম হয় পুন মোর -
যেন এই বাংলা মায়ের কোলেই আবার ।
ফিরে ফিরে আসি যেন বার বার  .
এই বাংলার মাটিকে দেখি আর বার ।


মাগো তোমার ভালোবাসা ভুলিতে না পারি ,
জন্ম জন্ম ধরে তোর ও রূপ নেহারি ।


তোর ধূলি মোর মিশে আছে অঙ্গে ,
ভুলি নাই  আদর , ভালোবাসা মিশানো  সোহাগে ।


তোমার নির্মল বাতাস প্রান ভরে নিঃশ্বাস ,
তোমার অন্ন জলে গড়ি  এ দেহবাস ।


তোমাতেই মৃত্যু মাগো তোমা পরেই জনম ,
তোমার মাটিতে লোভী জন্ম , জনম জনম ।


          ***********
১বিকেল ৪:৩০মিনিট
১/০৮./২০১৮শনিবার
কলকাতা ।