বাংলা মায়ের আমরা দামাল ছেলে ,
                           করেছি জীবন পন ,
শত্রু এলে রুখবো মোরা ,
                        রাখব মায়ের মান ।
জীবন দিয়ে লড়বো মাগো মোরা ,
            থাকবোনাকো  বসে ঘরের কোণ ।
শত্রু দেশে দেয় যদি মা হানা  -
        শক্ত হাতে  রুখবো তারে মোরা , মানবোনাকো তাদের পরাজয় ,
             অস্ত্র হাতে তুলে নেব ত্বরা।


মাগো তুই যে মোদের আছিস মাথার 'পরে ,
                    তাতে যদি রক্ত বুকে ঝরে-কঠিন হাতে ধরব মোরা হাল ,
                 হটাবো তাদের বজ্রমুঠি ধরে ।
তবু হতে দেবনা দেশমাতৃকাকে শৃঙ্খলিত ,
         আমরা করবো তাদে দু'পায়ে দলিত-
শিকল পরেই মোরা -
               তাদের করবো শৃঙ্খলিত ।
মোদের বুকে আছে সাহস ,
                    বাহুতে আছে  বজ্রের বল -
মোদের চোখে জ্বলে অনল ,
     মোরা বাংলা মায়ের দামাল ছেলেরদল।
মায়ের কোলে হাসি খেলি ,
                   মায়ের অন্ন খাই ,
মায়ের আঁচল তলে মোরা ,
                 কত  শান্তিতে ঘুমাই ।


          *****************
বিকেল - ৪:৫২ মিনিট ,
২২/ ০৩/২০১৯ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।