কালোমেঘ ভেসে এলো নীল আকাশে ,
বিজুরী খেলিয়া যায় ঘন বরষে ।
গুরু গুরু দেওয়া ডাকে গুমরি গুমরি ,
ত্বরাতে বিজলী খেলে তাহার উপরি ।
চারিদিকে ভেক ডাকে ভরে খাল বিল ,
মেছো মেছোনি সবে চলে নদী ঝিল
গোচারনে যায় গরু ,ছাগ ,মেষ,জলে ভিজে মাঠে ,
বাহিরেতে দাওয়া ভিজে হাওয়ায় জলের ঝাঁটে ।
চাষীরা চলেছে ছুটে যেথা ভাঙে পাড় গাঙে ,
বর্ষার জল ঢুকে বিলে ,ক্ষেতে ,আল ভাঙে ।
দুকুল ছাপিয়া যায় বহিছে প্লাবন ,
নদীর একুল ভাঙে ওকুল ভাসে যখন তখন ।
চারিদিক থৈ থৈ চেনা নাহি যায় পথ ঘাট ,
চাষীরা সকলে ব্যাস্ত করিতে চাষের কাজ ।
মাছরাঙা পাখী সবে ফিরে গাঙে ঝিলে ,
টুব টুব দেয় ডুব পানকৌটি গাঙের জলে ।
সাঁঝবেলা জলে ভিজে ঘরে ফিরে গরুর পাল ,
চাষীবৌ দিনশেষে খেতে বসে সন্ধ্যার কাল
গৃহবধূ সাঁঝের কালে দেয় সন্ধ্যাবাতি ,
শঙ্খ, উলু ধ্বনী ,ধূপ,ধুনো , আর দীপ বাতি ।


         ***************


০৮/ ০২ /২০১২
বসন্তপুর =খড়্গপুর