ক - কলকল  নদীর জল
খ - খল খল বয় !
গ - গাধা হাঁটে খট খট
ঘ - ঘাম ঝরে গায় !
ঙ - ঙ্যাগর ঙ্যাগ ডাকে ব্যাঙে ,
চ - চিল উড়ছে গাঙে !
ছ - ছাগল ছানা ভয় পেয়ে ,দৌড়ে পালায়
জ - জিরাফ হেঁটে চলে লম্বা গলায়্ !
ঝ - ঝাল মুড়ি মেখে খাও
ঞ - ঞ ,ঞ ,ডাকে ম্যাঞ !
ট - টাক মাথায় দাদু থাকে
ঠ - ঠাকুরমা  সাথে থাকে !
ড - ডাক দেয় দারো়য়ান ,
ঢ- ঢাক বাজে গায় গান !
ণ - 'ণ' হরিণের লেজে ঝুলে
ত - তালা দেবে ভাল করে !
থ - থালা ধোবে ভাল জলে
দ - দা নিয় ওঠ ডালে !
ধ - ধান ভরো ধামাতে
ন - নোলক পর নাকেতে !
প - পানকৌড়ী দেয় ডুব
ফ - ফুল পড়ে টুপ্ টুপ্ !
ব - বৌ এর পায়ে বাজে মল্
ভ - ভয় পায় , ছেলের দল !
ম - মুড়ি আন ধামা ভরে
য - যাঁতায় গম পিশাই করে !
র - রোজ রোজ কাটে ঘাস
ল - লাঙল দিয়ে করে চাষ !
শ - শশা কাট  চার খানা
ষ - ষাঁঢ়ের গলায় ঘন্টা বাঁধা !
স - সিংহ মামা বনের রাজা ,
হ - হালখাতা খাও খাজা ,গজা ।
ড় - গড়ুর মন্দিরের চূড়ার 'পরে !
ঢ় - ঢ় চলে রথে চড়ে ;
য় - 'য়' ঘুমায় ঘরে ।
ৎ - ৎ গাছের 'পরে ,
ং - ঢং ঢং ঘন্টা পড়ে !
ঁ - চাঁদ মামা ঘরে আয় ,
ক্ষ - ক্ষুক,ক্ষুক ,কাশি হয় !
                                                                                                                
      *********


বিকেল - ৪:১০ মিনিট ,ডেবরা
০৭ .০৩ .২০১৭ ,মঙ্গলবার