ওগো বাঁশীওয়ালা তুমি কি সুরে বাজাও তোমার বাঁশী  ,
ঐ বাঁশের বাঁশীর সুরে তুমি মন কেড়ে নাও কর উদাসী  ।
ও বাঁশী ফাঁসী হয়ে  হৃদয়ে পশিল আসি ,
সময় অসময় নাই কেন ওই সুরে বাজাও বাঁশী ।
ওগো বাঁশীওয়ালা তুমি থামাও তোমার বাঁশী ,
কাজেতে বসেনা মন ,হয় শুধু উচাটন ,হই আমি দোষী ।
ওগো বাঁশীওয়ালা তোমার বাঁশীতে কি গুন জানে ,
বাঁশীর শুনে কাজেভুল হয় ,বসে থাকি আনমনে ।
গোঠেতে না চরে ধেনু মুখ তুলে শুনে বেনু ,
ব্রজবালা চলে সেথা যেথা বাঁশরী বাজায় কানু ।
বাঁশরীর সুরে তুমি শ্রীরাধার কাড়িলে মন ,
কৃষ্ণ পূজিবার তরে  আয়ান ঘরনী চলে নিধুবন ।
ওগো বাঁশীওয়ালা বাঁশীর সুরে তুমি ঘটাও কত অঘটন ,
কুলবতীর কুল নাশ ,মান ,মন ,লজ্জা ,তুমি করিলে হরণ ।
তোমার বাঁশী কি গুন জানে ,নাগিনীও স্তব্ধ মানে ,
ব্রজের বাঁশরী বাজে তোমার সাধের বৃন্দাবনে ।


         🎺🎺🎺🎺🎺🎺🎺🎺🎺


বেলা - ১০:১০ মিনিট ।
০৪/ ০৮/২০১৯ রবিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।