"বর" দে মাগো উমাসতী ,
তোর পতির মত যেন পাই মা পতি ।
আবার দিও সন্তান সন্ততি ,
কার্তিকেয় গনপতি আর লক্ষ্মী সরস্বতী ।


ভোলা মহেশ্বর পতি তোমার ,
মর্মে গাঁথে তার রূপের বাহার ।
গলে ফণীভূষণ পরনে বাঘছাল ,
হাতে ত্রিশূল তার মস্তকে জটাজ্বাল ।
চন্দ্রকলা ভালে গাত্রে মাখে বিভূতি ,
জটা হ'তে বহে পবিত্র ভাগিরথী ।
শিঙ্গা ডম্বরু হাতে নাচে মহাকাল ,
কন্ঠে ভরা বিষ নেই কালাকাল ।
জ্ঞান চক্ষু ভালে গঙ্গা জটাজ্বালে ,
ফণীভূষণ তার জড়াইয়া গলে ।
ভাঙ্ সিদ্ধি খেয়ে সদা বেড়ায় ঘুরে ,
চিন্তামণি সাথে নন্দি ভৃঙ্গী চরে ।
মাগো বিশ্বপতির মত পতি কজনার হয় ,
এমনি "বর" দানে দিস মা অভয় ।


               বর >স্বামী ,আশীর্বাদ  ।
    ********************
সকাল - ১০:৪৬ মিনিট ।
১০ /০৯ /২০২০ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।