মন আমার বারন শোনে না ,
যতই বোঝাই মনকে ,অবুঝ মন বোঝেনা ।
মন মানেনা মানা, ধরেযে বায়না ,
অকারণে ছুটে বেড়ায় কারণ জানেনা ।
দিবারাত্রি মনকে বোঝাই শোন মন ময়না ,
একবার বদন ভরে কররে মন রাধাকৃষ্ণ ভজনা ।
"কৃষ্ণ" নাম বলরে মন তুই "হরি" নাম বলনা ,
যে নাম উচ্চারিলে মন তোর তৃপ্ত হবে রসনা ।
যে নাম ভজে বাল্মিকী মুনির পূর্ণ হলো বাসনা ,
তোর মানব জনম হবে সফল করলে ঐ নাম ভজনা ।
পেয়ে ভব যন্ত্রণা জীবন সাঙ্গ হলোনা ,
"রাম রাম রাম" বলে মুনি করলো নাম সাধনা ।
মানবরূপে এলিরে তুই ভবের মাঝারে ,
মন "হরি" নাম কররে সঞ্চয় হৃদয় আকরে ।
দস্যু রত্নাকর মুনি হলো করে "রাম" নামের সাধনা ,
ঐ নাম মনে মনে জপ রে মন আর যেন কেউ শোনেনা ।
মনে মনে ভজরে ঐ নাম ঊচ্চারিলে রসনা,
শুনবি যত বলবি তত পূরণ হবে কামনা।


        *********************
দুপুর - ১২ : ৩৫ মিনিট।
১১ /০১ /২১ সোমবার।
কেরানিটোলা = মেদিনীপুর।