জীবনের নিশা অবসানে, যাব চলে তব সনে,
ভালবেসে, দু'হাত বাড়িয়ে, তুমি নেবে বুকে টেনে ।
কখন আসিবে তুমি, বসিয়া আছি পথ চেয়ে,
তব প্রেমালিঙ্গনে আমি সারাক্ষণ নেব নেয়ে ।
তুমি মোর পরপারের আরাধ্য দেবতা,
জীবন অন্তে চলে যাব সাথে, এসেছে 'বারতা' ।
এতো প্রেম, এতো আশা, নিরলস ভালোবাসা,
সোহাগে ভরিয়ে দেবে, এই মনোআশা ।
তুমিই মোর সন্ধ্যাতারা, প্রভাতে ফোটা  ফুল,
দ্বিপ্রহরে দিনমণি ওগো, অন্তে ভাঙ্গ ভুল।
কত স্বপ্নে, কত আশে, ক্ষণ গুণি বসে বসে,
সব কিছু পূর্ণ হবে, তব অন্তিম পরশে ।
পড়ে রবে সব কিছূ, যাব তব পিছু পিছু,
দু'আঁখি মুদিবে যখন, হেথা থাকিবেনা কোন কিছু ।
থাকিবনা এই গৃহে, যাব চলে চৌডলে চড়ে,
যাহাকিছু আছে তাহা, সব রবে হেথা পড়ে ।
স্বামী, পুত্র, কন্যা, পরিজন, পিতা-মাতা,
(একা আমি) তোমা সাথে চলে যাব, সবাই রহিবে হেথা ।
তুমি মোরে সমাদরে, নিয়ে যাবে নিজ ঘরে,
এভব যন্ত্রনা যত, শান্তিময় হবে চিরতরে ।


                    >>>><<<<