বৈশাখেতে  কালবোশেখী ঝড় উঠে মেঘ করে কালো ,
       জৈষ্ঠ্যমাসে মিষ্ট ফল খেতে লাগে ভালো  ।
আষাঢ়েতে রথযাত্রা জগন্নাথের রথ,
         বৃষ্টিতে  ভরা নদী  ধূয়ে রাজপথ ।
শ্রাবনেতে তালের বড়া প্রতি  ঘরে ঘরে ,
         ভাদ্রেতে ওল খেলে পিত্ত নাশ করে ।
আশ্বিনেতে দূর্গাপূজা আনন্দে জগৎ মাতে  ,
          কার্তিকেতে কালিপূজা মন্ডপে মন্ডপে ।
অঘ্রাণেতে নবান্ন নূতন ধানের গন্ধ ,
        পৌষমাসে  পিঠে -পুলি খেতে নয় মন্দ ।
মাঘেতে মা সরস্বতীর  করি আবাহন ,
      ফাল্গুনমাসে দোল উৎসব রঙে রাঙা ভূবন ।
চৈত্রেতে শিবের  গাজন শিব পূজা করে ,
      চড়ক গাছে উপর চড়ে কত মানুষ  ঘোরে ।
এইতো হলো বারো মাসের পাঁচালির উপাখ্যান ,
         বারো মাসে তেরো পার্বন আছে তার প্রমাণ  ।
        ******************
বিকাল - ৩:৪০মিনিট ।
২৫/০৪/২০২০ শনিবার ।
কেরানিটোলা = মেদিনীপুর ।