বর্ষ বিদায় বেলা -
         মনে পড়ে কতই অতীত স্মৃতি ,
মনে হয় আবার পেতাম যদি -
             সেই ফেলে আসা দিনগুলি !
কত হাসি ,কত কান্না -
              কত সুখ ,দুঃখের  অবিরত আনাগোনা ,
নূতনের আগমন ,পুরাতনের বিদায় -
                       নিত্য নূতন কত আসা ,যাওয়া !
কখনো মন ভারাক্রান্ত ,কখনো খুশীতে ভরা -
                     কখনো চিন্তান্বিত ,কখনো বা আনন্দিত !
আজ যা' কুঁড়ি ,কাল প্রস্ফুটিত হয় ,
          কেউ কৈশর থেকে যৌবনে ,কেউ যৌবন পেরিয়ে-
                                                বার্ধ্যক্যে পা দেয় !
এক বৎসর অতিক্রান্ত করে বর্ষ বিদায় নেয় -
                             বর্ষ বিদায় বেলায় মনে হয় ,হে পুরাতন ,
তুমি যেওনা ক্ষণেক দাঁড়াও ,পরিচিত দিনগুলি নিয়ে যেওনা -
                                     সেই  দিনগুলি ফিরিয়ে দিয়ে যাও !
কিংবা তুমি সেই আনন্দময় দিনগুলি -
                         সাথে নিয়ে আবার এসো নব সাজে ,নূতন করে !
সবার জীবন ভরে দাও হে নূতন -
                           নব আনন্দে ,নব জাগরনের নবীন স্পর্শে !
ওগো ২০১৮ ,তুমি এসো ,তোমায় স্বাগতম্ -
                            নব প্রভাতের দূত হয়ে ,নূতন প্রভাত নিয়ে !
আবার নূতন করে জাগাও সবাকার মনে -
                     নব অনুপ্রেরনা ,ভরে দাও নূতন বাঁচার আশায় !
তোমার আগত নব দিনগুলিকে ভরে দাও -
                           নূতন ছন্দে ,গন্ধে ,আনন্দে !
বনে বনে ফুটুক নূতন নূতন ফুল -
                                ফুটে উঠুক নূতন পারিজাত !


               ************
বিকেল -৪:৪৩ মিঃ ,কলকাতা !
৩০ /১২ /২০১৭ ,শনিবার !