বর্ষারানী সেজেছে আজ নব নব সাজে ,
রিম্ ঝিম্ ঝিম্ পায়ে নূপুর মধুর মধুর বাজে ¡
কালো চুল এলিয়ে দিয়ে নীল আকাশের গায় ,
থেকে থেকে চোখ দুটি তার বিজলি চমকায় ¡


ঝম্ ঝম্ ঝম্ বাজে কাঁকন  ব্যস্ত যখন কাজে ,
কড়্ কড়্ কড়্ অশনি হানছে মাঝে মাঝে ¡
শন্ শন্ শন্ বাতাস যেন জাগায় শিহরণ ,
বর্ষারানী কেড়েছে মোদের হৃদয় ,প্রাণ ,মন ¡


থম্ থমিয়ে কালো মেঘে মুখ করেছে ভার ,
সূয্যিমামা উঁকি দিলেও মন কাড়েনা তার ¡
কত রঙের ফুল ও লতা বাগানে ও বনে ,
সারা গায়ে গয়না সে পরবে ,ভাবে মনে ¡


দুই কানেতে দুলাবে সে ঝুমকো লতার দুল ,
কবরী খানি সাজাবে সে গুঁজে জবার ফুল ¡
নাকের নোলক দুলাবে  সে সুবর্ণ  লতা ,
পায়ের নূপুর বাজবে পায়ে গাছেরি পাতা ¡


গলার হার দুলছে তার যুঁই, চামেলী ,গাঁদা ,
কোটীবন্ধ তার মালতী ,বেলী ,রজনীগন্ধা  ¡
টায়রা মাথায় পরেছে সে শাপলা ,শতদলে ,
কপালেতে টিকলী দোলে মল্লিকা ,বকুলে ¡


গয়না পরে বর্ষারানী সেজেছে সুন্দরী ,
কিযে তার রূপের বাহার ,আহা মরি মরি !
রূপখানি তার চির মধুর কেমনে বিস্মরী ,
বর্ষারানী এসো এসো ,ওগো পটেশ্বরী ¡


          ***********
বেলা-১০:০৫মিনিট ,
০৬/০৭/২০১৮ শুক্রবার ,
           ডেবরা  ¡