বাঁশরীর সুর ওগো কি গুন জানে,
সুর শুনে মন রাইয়ের জ্বলে দ্বিগুনে ।
ব্রজের বাঁশরী বাজে মধু বৃন্দাবনে ,
বাঁকা শ্যাম বাজায় বাঁশী যমুনা পুলিনে ।


তমাল তরু তলে কালা বাজায় বাঁশরী ,
সিদাম,সুদাম,দাম,বসুদাম ,কালার জুড়ি ।
বসন থুয়ে গোপিনীরা নামে যমুনার জলে ,
বসন চুরি করে কালাচাঁদ তুলে তমাল ডালে ।


বসন ফেলে দাও হে কানাই গোপিনীরা কয় ,
কি করে ফিরিব ঘরে পথে লোক লাজ ভয় ।
আমরা কুলের কুলবতী ঘরে ফিরে যাই ,
ফেলে দাও হে বসন মোদের নিলাজ কানাই ।


আমরা কুলের কুলনারী সিনান করি যমুনার জলে ,
তুমি হে নিলাজ কানাই দাঁড়ায়ে কেন তমালের তলে !
দূরে যাও সরে যাও নিলাজ তুমি দূরে যাও  সরে,
গোপনানী আমরা সবে বসন পরে ফিরে যাই ঘরে ।


        ********************
রাত্রি - ৯ :২৬ মিনিট !
১৯ /০২ /২২ শনিবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !