ওলো ও বসন্ত বালা -
তুই যে লো প্রেমের মালা ,
হেসে খেলে সারা বেলা  ,
মাতাল হাওয়ায় করিস খেলা ।


পলাশ শিমুল রাঙাস বনে -
মাতামাতি কুসুম সনে ,
কৃষ্ণচূড়ার রাঙা পাপড়িতে ,
আবীর খেলা দিনে রাতে ।


বিহঙ্গদের সোহাগ মনে ,
রাঙাস কত রূপে রঙে ,
কলরবে প্রেমতরঙ্গে ,
মাতে তারা প্রেমালাপে ।


মলয় মৃদু সমীর বায়ে  ,
মেঘ রঙ ওড়না উড়ায়ে ,
ওলো ও বসন্ত বালা -
সদাই প্রেমে ভরিস ডালা ।


ভাব তরঙ্গে সোহাগ প্রেমে ,
প্রেম যে জাগাস গোপন মনে ।
মনেতে  আজ এসেছে ফাগুন ,
জাগায় মনে প্রেমের আগুন ।


বসন্তে  আজ ফাগুনে ,
হোলী  খেলে বৃন্দাবনে ,
প্রেমের এই বসন্ত দিনে ,
রঙ লাগে হৃদি বৃন্দাবনে ।


  ***********
বেলা - ১০ : ৪০ মিনিট ।
১৪ / ০৩ /২০২০ শনিবার ।
কেরানিটোলা = মেদিনীপুর ।