মহুয়া মেতেছে আজ দক্ষিণা হাওয়ায় ,
মহুল বিছায়ে আছে মহুল তলায়  ।
মহুয়া  মাতাল গন্ধে অলি গুঞ্জরায় ,
পুঞ্জে পুঞ্জে অলি কুঞ্জে কুঞ্জে ধায় ।


বসন্ত দক্ষিণা বায় ,দোয়েল শিস্ দিয়ে যায় ,
বসন্ত এসে গেছে শিমুল পলাশ রাঙায় ।
অরুণ প্রভাতে আলো আবীর ছড়ায়  ,
পিউ কাঁহা পিউ কাঁহা ডাকে পাপিয়ায় ।


বসন্তের আঙিনায় অরুণ আবীর রাঙায়  ,
মাধবী মালতী সাথে মধূপ লুটোপুটি খায় ।
কলকে ফুলে মধু লোভে ভ্রমর ভ্রমরী ধায় ,
চাঁপার বনে সমীরনে বুলবুলি ডাকে আয়  ।


বেনু বনের মাথায় বসে মাছরাঙা ঐ দোল খায় , কপোতী  কপোত  বুকে কত না সুখে নিদ্রা যায় ।
বুলবুলির গান  শুনে  মন উন্মন হয়ে রয় ,
বৌ-কথা-কও  পাখী অনুক্ষণ কথা কয়  ।


  🎺🎺🎺🎺🎺🎺🎺🎺🎺🎺


দুপুর - ২ :০৫  মিনিট ।
১৩ /০২ /২০২০ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা  = মেদিনীপুর ॥ ।