এলো যে বসন্ত বেলা ,
প্রেম করে হোলি খেলা !
কোকিলের কুহু তানে ,
ভালোবাসা জাগে প্রাণে !
ফুল ফোটে ফুল বনে ,
অলি ধায় পুষ্পিত কাননে !
শিমুল পলাশ নব রঙে ,
কৃষ্ণচূড়া রাঙ্গা ফাগে !
ভ্রমরের গুঞ্জন গানে ,
দোলা দেয় মর্মে মর্মে !
সুললিত কোকিলা বনে ,
গানে গানে বসন্ত প্রাণে !
মনে মনে জাগে বসন্ত ,
ভালোবাসা তোলে ছন্দ !
ফাগুনের ফুলবনে বনে ,
সুরে ছন্দে লাগে মনে  !
বসন্তে বসন্ত হোলি ,
হরি খেলিছে হোলি !
কাঞ্চনেরই ফুলবনে ,
অলি ধায় গুঞ্জরনে  !
পিয়াসী ওই মধুবনে ,
ভ্ৰমর গুঁজে অলি সনে !


***************
বেলা - ১১:০০ তা !
২৭ /০২ /২২ রবিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !