ফাগুনে বসন্ত সাথে অভিলাষে ,
পুলকিত কুসুমদলে সৌরভ বিকাশে ,
প্রিয় প্রিয়া পিয়াসে মন প্রেম আশে ।


ফাগুনে আগুন ধরে মন ফাগুনে ,
মৌমাছি মন মরে সদা গুঞ্জরনে ,
পলাশ শিমুল রাঙে মধু ভরনে ।


শিমুলে পলাশে ঐ আগুন ধরে ,
ভ্রমরা পিয়াসি মন চায় কাহারে ,
বসন্তে রাঙে মন রঙ বাহারে ।


বসন্ত ফাগুনে মন যে রাঙে ,
শিমুল পলাশ রাঙে ফাগুন ফাগে,
কৃষ্ণচূড়া রাঙে সোহাগ রঙে  ।


মিলন বাঁশরী বাজে হৃদি বৃন্দাবনে ,
সোহাগ কুসুম কলি ফোটে কাননে ,।
মধুকর সোহাগ লুটে ফুলবনে ।


কৃষ্ণচূড়ার রঙে রাঙে রাঙাএ মন  ,
কখন পাবে বলে প্রিয় দরশন ,
তাই পিয়াসি মন হয় উচাটন ।


গুনগুন গুনগুন গুঞ্জরনে ,
পতঙ্গ মন ধায় মধূপ বনে ,
প্রেম উজানে বহে মন ফাগুনে ।


*******************
বেলা -১১ :১০ মিনিট !
১২ /০২ /২২ শনিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !