বসন্ত ফাগুনে সইলো বসন্ত ফাগুনে ,
আমরা মিলিব সবে বঁধুয়ার সনে  ।
ফাগুনে প্রেমের  বাতাস  বহিছে মনে ,
বনে মনে রাঙালো রঙ রাধা কৃষ্ণ সনে ।
মৌপিয়া চঞ্চল ডাকে সবে ফুলদল ,
গাঁথিব প্রেমের মালা আয় কুঞ্জবনে ।
গুন গুন গুন গুন গুঞ্জরনে  ,
মধুকর মধু খোঁজে প্রসূনাননে ।
বসন্তে প্রেমের দোলা লাগে যে বনে ,
ফাগুন এসেছে আজ  বধুঁয়ার মনে ।
যমুনা পুলিনে বাজে প্রমের বাঁশী ,
বাঁশী প্রেমমালা হয়ে পরালো ফাঁসী।
আবীর রাঙিল আজ যমুনার জল ,
কৃষ্ণ সনে খেলে হোলী গোপিনী সকল ।
ফুলদলে ফুলবনে সাজিল রাধা  ,
কালার বাঁশুরী রাধা নামে যে সাধা ।
আবীরে  রাঙিল আজ ব্রজগোপিনী ,
কৃষ্ণ সাথে হোলী খেলে রাধারানী   ।
ব্রজবাসী ডাকে ওহে এসো বঁধূয়া  ,
আবীরে  রাঙাবো আজি এলো ফাগুয়া ।


  ********************
দুপুর -২ :১০ মিনিট  ।
২৩ / ০৩ / ২১ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনৈপুর  ।