ফাল্গুনে প্রবল বৃষ্টি ,ঝঞ্ঝা ,বজ্রাঘাত ,
ধরিত্রী সহিতে নারে অসময়ে ঘাত প্রতিঘাত ।
                        বসন্তে প্রকট শীত , বর্ষা ,কাল পরিবর্তন ,
                         ভেকেদের ঘ্যাঙর ঘ্যাঙ ,নেই কোকিলের কুহু কলতান ।
বৃষ্টিতে দেশ ভাসে ,খালে বিলে জল থৈ থৈ ,
আষাঢ় শ্রাবন বর্ষা দেখি এখন বসন্তেই হয় ।
                           বর্ষাতি মাথায় সবে অফিস ,আদালতে যায় ,
                             ভিজে ভিজে জেরবার আর নাহিক উপায় ।
বর্ষাতি মাথায় আবার গায়ে কম্বল ,
গায়ে কোট ,সোয়েটার ,পায়েতে চপ্পল ।
                             ফাল্গুনে ভরা বর্ষা ,ঝরে ঝর ঝর ,
                              শীতেতে হিম হয় হাত-পা ,কাঁপে থর থর ।
ঋতু কালের পরিবর্তন ,মানুষের চিন্তার অতীত ,
কোন কাল ,কোন ঋতু ,কখন কি হয় ,নয় সুনিশ্চিত ।
                                    বসন্ত ঋতুরাজ হয়েছে উধাও ,
                                    সুমধুর মৃদু মন্দ্র বাতাস বহেনা হেথায় ।
পার্কেতে নেই প্রেমিক প্রেমিকার আগমন ,
বসন্তের সুরভিত ফুলদল ,আর ভ্রমরের গুঞ্জন ।
                                     শিশুদের মাঠে নেই আনন্দ কোলাহল ,
                                      নেই খেলা ক্রিকেট ,ভলি ,আর ফুটবল  ,
মেঘলা আকাশ ,সূর্যদেবের নাহিকো উদয় ,
কখন যে সূর্যদেবকে  দেখে এই আশায় বসে রয় ।


            
              *****************
দুপুর -২:১০ মিনিট ,
০৫/০৩/২০১৯ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।