বসন্তে বাসন্তী পূজা ,মর্তে এলেন দশভূজা ,
কার্তিকেয় -গনপতি,আর লক্ষী-সরস্বতী ,সাথে এলেন অসুররাজা ¡
চৈত্রের শুক্লা নবমীতে ,পূজব মোরা বাসন্তীকে ,    
শঙ্খ,ঘন্টা,ধূপ -ধূনা ,প্রদীপে ,সবে আহ্বান করি মাকে ¡
মাকে পূজব ভক্তি ভরে ,ফুল ,চন্দন ,বিল্বদলে ,
ফল ,মিষ্টান্ন ,উপচারে -দূর্বাদল আর গঙ্গাজলে ¡
সিংহপৃষ্ঠে ভগবতী ,মস্তকোপরি থাকেন বিভূতি ,
ষোড়শ প্রচারে পূজা ,ভোগ  ,রাগ ,আর সন্ধ্যারতি ¡
বনানী সেজেছে ছন্দে ,জগৎ জন মাতে আনন্দে ,
চন্ডিকা এসেছেন মর্তে ,সবে দশপ্রহরিনী বন্দে ¡
বসন্তে বাসন্তী এলো ,বনবিথী ফুলদলে সাজল ,
বাসন্তীকার আগমনে ,আনন্দে জগৎ মাতিল ¡


                **********
দূপুর -১১:৫৫ মিনিট ,
২৩ /০৩ /২০১৮ শুক্রবার ¡
         ডেবরা ¡