( পুরুলিয়া জেলার আঞ্চলিক ভাষা )
বাস্যাম >জলখাবার ; মুঢ়ি >মুড়ি ;আঢ়>জমির আল  


শুনছিস্ গে পুঁটির মা -
যাছি আমি বিলে ,
বাস্যামটা পাঠাং দিবি -
বেলা হঁয়্যে গেলে !
মুঢ়ি গুলান ব্যাঁধে দিবি -
একটা গামছার গ্যাঁঠে ,
লাঙল কাঁধে সিদাই আমি -
চল্যে যাছি মাঠে  !
গ'টা দুই কাঁচানঙ্কা -
দিনদিবি মুঢ়ির সঙেই ,
পিয়াজ কাট্যে দিবি বঠি -
জামবাটিটার পান্ত ভাতেই !
আঢ়ে বস্যে ,পান্ত-মুঢ়ি -
খ্যাঁয়ে লিব সান্যে ,
কাঁচানঙ্কা ,পিয়াজ  বঠি -
সান্যে দিঁহে নুনে !
বাস্যামের সঙেই জল -
পাঠাং দিবি এক ঘঁটি  ,
তিরষায় নাইলে ম্যরে যাব -
জল নাই পাব বঠি  !


        ******
রাত্রি -৮:০০ টা ,ডেবরা ,
২৮ /০৮ /২০১৭ ,সোমবার !