বাউন্ডুলে মনটা আমার ,
কিযে খোঁজে চারিধার ।
ছুটে বেড়ায় পথে ঘাটে ,
ঘুরে বেড়ায় মাঠে গোঠে ।
মনের পায়ে নেইকো বেড়ি ,
হেথা হোথা বেড়ায় ঘুরি  ।
বাধা নিশেধ শোনেনা সে ,
বেড়ায় মনের আবেশে ।
মন জহুরী মন না চেনে ,
ঘুরে ফিরে এখানে ওখানে ।
বাউন্ডুলে মনটা আমার ,
পার হয় সাগর নদী পারাবার ।
কখনো সে নীল আকাশে ,
মেঘের সাথে বেড়ায় ভেসে ।
মনটা আমার মাটির টানে ,
ছুটে যায় প্রিয়জন যেখানে ।
মোর প্রিয়জন আছে ঘুমিয়ে ,
যেথায় মাটিতে নিশ্চন্ত হয়ে ।
বাউন্ডুলে মন যে আমার ,
ঘুরে আসে সেথা বারবার ।
তাই বলি ও বাউন্ডুলে মন ,
তুই আমার কথা  শোন  ।
হেথা হোথা বেড়াস ঘুরে ,
কেনরে শুধু সারাক্ষণ ?

************
সন্ধ্যা - ৬ :২০ মিনিট ।
০৫ /০৫ /২২ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর