বয়সের ধর্ম যখন যেমন ,
শৈশবেতে মায়ের কোলে সহজ সরল মন ।
কৈশরেতে লেখা পড়ায় পাঠে দিয়ে মন ,
খেলাধূলা পাঠশালা আর বিদ্যালয় ভবন ।
যৌবনেতে সংসার ধর্ম স্বজন আত্মীয় প্রতি
কর্তব্য পালন ,
পরিবার পরিজন মাতা পিতার প্রতি লইবে যতন ।
পাড়া প্রতিবেশীর সাথে মিলে মিশে থাকা ,
বিপদে সম্পদকালে তাদের  পাশে ডাকা  ।
অসময়ে তারাই বন্ধু বান্ধব অতি আপন জন ,
সুসময়ে তাদেরকে সাথে নিতে ভুলোনা কখন ।
বিপদে সাথে থেকে তারাই দেবে  শ্বান্তনা  ,
সম্পদকালে পাশে থেকে তারাই দেবে সুমন্ত্রনা ।
প্রতিবেশীর মতো এতো আপন হয়না কখনো   ,
আবার মন কসাকসি হলে হয় বিরাগভাজন  ।
যে বয়সে যা কর্তব্য পালন সেটাই হলো ধর্ম ,
কর্ম ও সবার প্রতি কর্তব্য পালন এটাই সারমর্ম ।
কর্তব্যেতে অবহেলা করে যেই জন ,
জেনে রেখো সেইজন পশুরো অধম  ।


  *********************
দুপুর - ১২: ১২মিনিট ।
০৪ / ১০ / ২১ মঙ্গলবার  ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর ।