কখনো আর আসবিনা বলে গেলি চলে ,
আবার তো সেই এলি ফিরে হেথা কি বলে ।
আসবিনা বলে তুই চলে গেলি হাসি মুখে ,
ভালোবাসা দু'পায়ে মাড়িয়ে গেলি সুখে ।
কি ভেবেছিলি পালিয়ে থাকবি মহাসুখে ,
সুখ তো পেলি না ফিরে এলি পড়ে বিপাকে ।
খাবি সুখে ,থাকবি সুখে ,বেড়াবি আনন্দে ,
উল্টো হলো এখন রে তুই পড়েছিস ধন্দে ।
ঘুরে ঘুরে হাল্লা হলি ঠাঁই না দিল  কেউ ,
ঘুরে ফিরে আবার ফিরে এলি সেই হেথায় ।
দেমাকটা তোর রইলো কোথায় হলি যে দুঃখী ,
সুখের আশায় ঘুরে মরে হলি আরো অসুখী ।
হেথা হোথা ঘুরলি কত সুখের আশায় ,
খামখেয়ালীর নেই যে সুখ বিশ্বজোড়ায় ।
সুখ স্বার্থের মোহে পড়ে হলি বিবাগী ,
সুখ স্বার্থে নেই যেরে সুখ হলি আরো দুঃখী ।
তোর মতো আর বেকুব কিরে এই দুনিয়ায় আছে ,
রঙীন চশমা পরে রঙীন দেখলি দুনিয়াটাকে ।
    
       *******************
সন্ধ্যা -৫ :২০ মিনিট ।
১২ /০৩ / ২০২০ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।