বারে বারে আসি ফিরে বেলুড় মঠেতে,
তবুও আসার নেশা কাটেনা কিছুতে।
না মিটে পিয়াস মোর দেখে একটুখানি,
মনেহয় জন্ম ধরে হেথা বসে থাকি আমি,
রামকৃষ্ণ ধ্যান জ্ঞান,মম অন্তরযামী ।
জন্ম জন্ম প্রভু "তোমা "যেন পূজি আমি,
"তোমা" বিনে মর্ত্যধাম যেন মরুভূমি
চৈতন্য জাগাও তারে, অচেতনে, তুমি ।
মানব রূপে নারায়ণ আসিয়াছ তুমি,
তব দরশনে প্রভূ ধন্য হইনু আমি,
যুগে যুগে আস প্রভু লভিয়া জনম ,
শঙ্খ, চক্র, গদা,পদ্ম, তুমি নারায়ণ ।
ভক্তের ভগবান তুমি ভক্তিডোরে বাঁধা,
ভক্তিবীনার তার মোর  জীবন তারে সাধা ।
ভক্ত্যারাধ্যা দেব তুমি, মা সারদার আরাধনা,
স্বামীজির আদর্শ, তুমি জীবন সাধনা ।
জীবেরে ত্বরাতে তুমি ধরাতে আসিলে,
প্রেমেরঠাকুর, প্রেমাবতার, প্রেম বিলাইলে ।
মহা সমাধি  হল তোমার কাশীপুর ধামে,
"চিতাভস্ম" নিয়ে স্থাপন হল 'বেলুড়মঠ' নামে ।
-----------------*--------------------