অসূর বিনাশিনী ,মা ভবতারিনী ,
তোমায় স্থাপিল রানীরাসমনি !
তুমি মা জননী ,রক্ষা কর তুমি ,
তোমা পদতলে ঠাঁইমাগি আমি !
ঠাকুর পরমহংস তোমার পূজারী ,
মা নামেতে ঠাকুর হয়েছেন ভিক্ষারী !
আত্মভোলা গদাধর পূজারী তোমার ,
তোমাময় দেখে এ বিশ্বসংসার !
পূজিয়া তোমায় খাওয়াতেন প্রসাদ ,
না খাইলে তুমি খেতেন সেইসাথ !
তোমার ছেলে তিনি না ভুলেন কখন ,
পো হয়ে , মায়েরে করেন জ্বালাতন !
তোর ছেলে ঠাকুর ভাবেন মনে মনে ,
তুই  তাঁরি মা ,ঠাকুর  ভাবেন সযতনে !
মা ছাড়া কেউ নেই  ত্রিভূবনে ,
তুই সদা ভাসিস তাঁর দুনয়নে !
মনে জাগে সর্বদা ''টাকা মাটি ,মাটি টাকা  !''
শুধু তুই মাগো তাঁর ,আর সবই ফাঁকা !!


              *********
    রাত্রি  -  ৯:১০ মিঃ ,কলকাতা  
০২ /১০ /২০১৭  ,সোমবার !