ভবে আমি একা
        দাও হে দেখা ,
ও ভব কান্ডারী হরি
       আমি একা থাকতে নারি ।


ছিলাম কোথা এলাম কোথা
        ফেলে রেখে গেলে হেথা ,
আমি তোমার কাঙ্গাল ওগো
              ভবে আমি বড়ই একা ।


ওহে হরি ভব কান্ডারী
         দেখা দাও হে দয়াল হরি,
ছেড়ে তোমায় থাকতে নারি
       আমায় ত্বরাতে ত্বরাও হরি ।


ভবে আমি দয়াল
           তোমার কাঙ্গাল ,
আমার নাইকো কানা কড়ি
         আমায় পার কর কান্ডারী হরি ।


আমায় ভবে একা ফেলে
       তুমি দয়াল গেলে চলে ,
আমি সারাজীবন তোমা না ভজিলে
             জীবন আমার গেল বিফলে ।


আমি ভবে আছি একা
           দাও হে  দেখা ,
ওগো মম জীবনের
           ওগো প্রিয়  সখা ।


××××××××××××××××××××
রাত্রি = ১০ : ৪০ মিনিট ।
২০ /১১/ ২২ রবিবার ।
         কোলকাতা ।