গিয়েছিলাম ভবের বাজারে ,
ছয় চোরেতে চুরি করে বাঁধলো আমারে ।
              সকাল থেকে বেচা কেনা যত কিছু সম্বল ,
               সন্ধ্যাবেলা  বাড়ী ফিরি খালি হাত কেবল ।
কত বন্ধু বান্ধব এলো গেলো ,
তাদের কানা কড়ি কিছুনা দিল ।
                  খালি হাতে ঘরে ফিরে গেলো ,
                   কৌপিন টুকুও সঙ্গে না ছিল ।
করলাম কত বেচা কেনা ,
ফেরার বেলা নেই কড়ি কানা ।
                    কত ছল চাতুরী দরাদরি ,
                      সবই হেথা  রইবে পড়ি ।
ফেরার বেলা ছেঁড়া কানা ,
তাও সঙ্গে তোমার দেবেনা  ।
                      আমার আমার কর শুধু ,
                      আঁকড়ে রইলে বিষয় মধু  ।
ভাই বন্ধু  দারা সূত পরিবার ,
কেহ নয় তোমার তুমি নয় কাহার ।
                          যাবার বেলায় খই ছড়িয়ে ,
                           হরিবোল বলে দেবে এ বিদায় ।


         *******************
বেলা - ১১ : ৪০ মিনিট ।
২২ / ০৯ / ২০২০ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।