ভাদরের টান ,
নদীতে উজান ।
ক্ষতে পাকা ,
হয় ঐরান ।
হয় পিত্ত রোগ ,
ভোগে যত লোক ।
পেটের হয় ব্যামো ,
নিস্তার নেই কোন ।
গ্যাস ,অমবল ,পিত্ত ,
হয় নিতি নিত্য  ।
শরীর নয় যথার্থ ,
ঘটে শুধু অনর্থ ।
ঘরে অন্নের টান ,
রোগের নাই বিরাম ।
সবাই হয়রান ,
নেই কোন আরাম ।
ছোট বড় রোগে ,
সবাই যেন ভোগে ।
ছোটে ডাক্তারের আগে ,
রোগের আরোগ্যে ।
দুঃখ দারিদ্র ,
আছে অহোরাত্র ।
কি খাবে প্রত্যহ ,
নেই কোশ সুরাহ ।
ভাদরে প্লাবন ,
রয়েছে লিখন ।
খনার বচন ,
না যায় খন্ডন ।


*************
বিকাল - 3 : 40 মিনিট ।
27 / 07 /21 শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।