একই মায়ের সন্তান ,মোরা সবে ভাই ভাই ,
ভাইয়ের পাশে তাই ভাই যে দাঁড়াই ।
তাই আজ শুভ ভাইফোঁটার দিনে ,
ভাইদের আহ্বান করে সকল বোনে ।
ভাইদের কপালে শুভ ফোঁটা এঁকে  ,
শুভ কামনায় ফোঁটা দেয় ভাই কে ।
মান অভিমান যত খেদ ভুলে গিয়ে ,
মিলে মিশে ভাই বোন যাই এক হয়ে ।
পুরানো মান অভিমান সব যাক মুছে যাক ,
হাতে হাত দিয়ে সব এক হয়ে থাক ।
ঝগড়া বিবাদ আজ ভুলে গিয়ে ,
আনন্দে মন আজ নিই ভরিয়ে ।
সম্প্রীতি সম আর নেই কিছু নেই ,
আয়না সবে থাকি একসাথে ভাই ।
কেউ বা মাতৃহারা কেউ  পিতৃহারা  ,
সবাকার মন বিয়োগ ব্যাথায় ভরা ।
তবুও ভুলতে হবে বিয়োগ মাতা পিতার ,
ভুলে যেতে হয় অভিমান অনুরাগের কথার ।
আমরা সবাই এক মায়ের সন্তান ,
ভুলে যাই সবে যত অনুরাগ অভিমান ।
সময় এলো যে সেই ভুলার লগন ,
মান অভিমান ভুলে হোক পুনর্মিলন ।


**********************
দুপুর - ১২ : ১৭ মিনিট ।
১৭ / ১১ /২০২০ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।