ভক্তের ভগবান হরি এ বিশ্বমাঝে ,
বিপদে পড়িয়া ভক্ত প্রাণ ভিক্ষা যাচে ।
ভক্তবাঞ্ছা কল্পতরু সতত সকাশে  ,
সঙ্কটে পড়িলে হরি কতরূপে আসে ।
কত ছলে আসেন হরি কতরূপ ধরে ,
ভক্তের আকুতি হরি সহিতে না পারে ।
ভক্ত যদি ডাকে তারে কায় মন চিত্তে ,
তথায় আসেন হরি ,ত্বরায় ত্বরিতে ।
প্রহ্লাদে রক্ষিতে হরি নৃসিংহমুরারী ,
অহল্যা পাষাণ উদ্ধারিতে রামরূপে হরি ।
দ্রৌপদীর লজ্জা হরি করেন নিবারণ ,
পূতনা নিধন হেতু হরি বাৎসল্যরূপ ধারন ।
সীতা উদ্ধারিলে হরি রাবণ বধ করি ,
রাখিলেন রাধার মান ,কৃষ্ণকালী রূপ ধরি ।
যুগে যুগে আসেন হরি ভক্তেরে রক্ষিতে ,
সাগরেও শীলা ভাসে তারই মহিমাতে ।
ভক্তবৎসল ভগবান ভক্তের কারণ ,
সখা গন সঙ্গে চুরি করেন মাখন ।
মাযশোদা কানুরে বাঁধেন রশি দিয়ে ,
রশি না আঁটে,ছোটো হয়  ক্রমান্নয়ে ।
হামাগুড়ি দেয় গোপাল মৃত্তিকা ভর্তি মুখ ,
মাযশোদা হেরিলে মুখ ,দেখেন বিশ্বরূপ ।
সারা বিশ্বচরাচর হেরেন যশোদা মুখের ভিতরে ,
করজোড়ে বলেন ,গোপাল কে তুই বল আমারে ।
ভক্ত বৎসল হরি ,ভক্তের অধীন ,
যেজন ভক্তিভরে ডাকে তারে ,তিনি তার অধীন ।


            **********
বিকেল -৪:২৩মিনিট ,
১৪/০৪/২০১৯ রবিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।