ঘুম হ"তে উঠে দেখি আমি,
            ঝাঁপু, হাবু, সুমি, মিমি,
কোথাহ'তে কোঁচড় ভরিয়ে ফুল তোলে,
            আনমনে গাঁথেমালা সেই ফুলদলে ।
একেএকে ফুল দিয়ে, এক অপূর্ব মালা কিএ-
            গাঁথিতেছে মালাখানি, বনলতা দিয়ে বনফুলে ।
যেন দক্ষ কারিগর হাতে-মালাটি সাজায়ে সাথে,
            রচিতেছে মালা, মনোরম, উজ্বল সু-প্রভাতে ।
শুধানু -কোথাহ'তে ফুল পেলে, গাঁথমালা অবহেলে,
             কার তরে ফুলমালা, গাঁথ  এ সকালে ?
বলে মোরা মালাগাঁথি, ফুলহার, বনবিথী,
             মালাগলে সাজাইব-শ্যাম আর শ্রীমতি ।
শিহরিয়া উঠি মনে, ছোট হৃদয়ের সঙ্গোপনে,
             এতো প্রেম, ভক্তি আছে, এতোখানি জমে ?
শ্যাম তরে ভক্তিরসে, ডুবেআছে ভাবাবেশে,
             তাই বুঝি সরল মনে, এতো ভক্তি আসে ।
এ সহজ সরল মনে,হৃদয়ের কোনখানে,
             বুকভরা প্রেম, ভক্তি, এতোটুকু মনে ।
হেরিনু মন্দির পানে, শ্যামরাই- শ্যাম সনে,
             কি মধূর আলাপনে, দুঁহুঁ, দুঁহুঁ সনে ।
মন্দিরের আঙ্গিনায়, বিগ্রহ হ'তে বিচ্ছুরায়,
             একি অপূর্ব ছটা, আলো, জ্যোতির্ময় ।
তখনি মস্তক হায়, নত হ'য়ে গেল তায়,
             সহজ, সরল, শিশুরাই আসল ভক্ত হয় ।