ভালবাসা ,ভালবাসা , ভালবাসা কয় ,
ভালবাসা , ভালবাসা , অত সহজ নয় ।


মাতা -পিতাকে ভালবাসে অন্তরের ভক্তি ,
ভালবাসা থেকে ভয় ,ভক্তির উৎপত্তি ।


ভাই বোনের ভালবাসা অন্তর উজাড় করে ,
লোক দেখানো ভালবাসা অভিনয় ভরে ।


বাংলামাকে ভালবাসে হৃদয়ের গভীর হ'তে ,
বন্ধুকে ভালবেসে জীবনও পারে দিতে ।


রঙ্গমঞ্চে ভালবাসা কেবলমাত্র অভিনয় ,
স্বামী-স্ত্রীর ভালবাসা শুধু মন বিনিময় ।


ঈশ্বরে ভালবাসা ,শুদ্ধা প্রেম ,ভক্তি ,উপচার ,
প্রেম পুষ্প,ভক্তি চন্দন ,দাও শ্রীপদে অঞ্জলী তাঁহার ।


সহজ ,সরল,শিশুর মনে ভালবাস তাঁকে ,
ভালবাসো তাঁকে কায় ,মন ,বাক্যে ।


স্বার্থপর ভালবাসে ,স্বার্থেমগ্ন যতক্ষণ ,
স্বার্থছাড়া ভালবাসতে না পারে কখন ।


প্রেম , ভক্তি ,শুদ্ধ চিত্তে ভালবাস তাঁকে ,
মন ,প্রাণ ,ভরে যাবে অনাবিল আনন্দে ।


ভালবাসা ,ভালবাসা ,শুধু ভালবাসার দিন নয় ,
ভালবাসা ,ভালবাসা ,সবসময় সমান থাকতে হয় ।


              ***********
সকাল - ৮:৩২ মিনিট ,
১৪/০২/২০১৯ বৃহস্পতিবার ।
কেরাণীটোলা = মেদিনীপুর ।